গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও চিনাডুলি বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এবং একই গ্রামে হিন্দু সম্প্রদায়ের জন্য একটা শ্মশান ঘাটের উদ্ভোধন করা হয়।
আজ [৬ জানুয়ারি’২০] রোজ বুধবার কাপাসিয়ার চিনাডুলি বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় কমিটি, শিক্ষকবৃন্দ ও এলাকার মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি। আরোও উপস্তিত ছিলেন চিনাডুলি বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ,ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকগণ,এলাকার সকল বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০০০ উপরে মানুষকে ফ্রি রক্ত পরীক্ষা, ব্লাডপ্রেসার, ডায়াবেটিস পরীক্ষা ও ওজন মাপা হয় এবং এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি মেডিসিন দেওয়া হয়।
মেডিকেলে পড়ুয়া ছাত্ররা এমন আরও জনসেবামূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা চান।