ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী ২০২০ সালে অন্তত ২৭ জন ফিলিস্তিনিকে অত্যন্ত ঘৃণ্যভাবে গুলি করে হত্যা করেছে। এছাড়া, একই বছরে ফিলিস্তিনিদের ৭২৯টি ভবন ধ্বংস করেছে যার মধ্যে ২৭৩টি বসতবাড়ি রয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে সাতটি শিশু রয়েছে। আল-জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে- নিহত ব্যক্তিদের একজন গাজা উপত্যকার অধিবাসী, ২৩ জন পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের আর তিনজন খোদ ইসরাইলের অধিবাসী। এই তথ্য জানিয়েছে ইসরাইলের একটি মানবাধিকার সংগঠন।
সংগঠনটি জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে তারা ১৬টি হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করেছে যার মধ্যে অন্তত ১১ ব্যক্তি ইসরাইলি বাহিনী অথবা ইসরাইলের কোনো নাগরিকের জন্য হুমকি সৃষ্টি করে নি অথচ তাদেরকে হত্যা করা হয়েছে। ইসরাইলি বাহিনী ৩২ বছর বয়সের এক অটিস্টিক ব্যক্তিকেও হত্যা করেছে।#
পার্সটুডে