কাপাসিয়ার টোকে “নিরাপদ হোক প্রতিটি প্রসব, যত্নে থাকুক মা ও নবজাতক” স্লোগান কে সামনে রেখে “গর্ভবতী মা সমাবেশ” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমিন হোসেন রিমি এমপি।
আজ ১৯ নভেম্বর’২০ রোজ বৃহস্পতিবার, কাপাসিয়া উপজেলার টোকে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে” গর্ভবতী মা সমাবেশের আয়োজন করা হয়েছে। টোক ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গর্ভবতী মা’য়েরা সহ আরও অনেকে।
সমাবেশে এমপি মহোদয় মা’য়েদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য প্রদান করেন। উক্ত সমাবেশে মায়েদের বিনামূল্যে বিভিন্ন সেবা প্রদান করা হয়।
প্রদত্ত সেবা সমূহ:
* গর্ভবতী মায়েদের স্বাস্হ্য পরীক্ষা,প্রয়োজনীয় ঔষধ ও রক্তের গ্রুপ পরীক্ষা।
* সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্হ্য সহায়িকা বিতরণ।
* রক্তের গ্রুপ পরীক্ষা,রক্তদাতা সংগ্রহ ও ডেটাবেইজ প্রস্তুত করণ।
এমপি মহোদয়ের সার্বিক তত্বাবধানে কাপাসিয়া উপজেলায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার শূণ্যের কোঠায় এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
কাপাসিয়া প্রতিনিধি/ ইমরান হোসাইন