বিডিআর বিদ্রোহের ১৩ বছর
Advertisements

বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী দেশ ভারতের সম্পৃক্ততার ইঙ্গিত পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল এবং সত্য উদঘাটনে কমিশনের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

কমিশন প্রধান ফজলুর রহমান জানান, তদন্তকাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততার পাশাপাশি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুক্ত থাকার শক্ত প্রমাণ পাওয়া গেছে।

কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, হত্যাকাণ্ডের পেছনে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের কারণ চিহ্নিত করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনাটি ছিল পরিকল্পিত এবং এর প্রধান সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

তিনি আরও জানান, অভিযুক্তদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সক্রিয় ভূমিকা রেখেছিল। তাদের একটি মিছিল ২০-২৫ জন নিয়ে পিলখানায় প্রবেশ করে এবং বের হওয়ার সময় তা দুই শতাধিক জনে পরিণত হয়। তালুকদার বলেন, পুরো ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল।

ঘটনার দায় নিরূপণে তিনি বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত। হত্যাকাণ্ডটি রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল অত্যন্ত ব্যর্থতাপূর্ণ।

Advertisements