রাজধানীর মিরপুর ও হাতিরঝিলে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকার কাছে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই ফুয়াদ আহমেদ জানান, বিস্ফোরণে কেউ আহত হয়নি এবং পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।
এরপর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে টানা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে জানায় পল্লবী থানা পুলিশ। এখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ঘটনাগুলোকে পরিকল্পিত নাশকতা কিনা তা যাচাই করে দেখছে।





































