জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি বিষয়ক চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা এই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে তুলে দেন।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম ধাপে গণঅভ্যুত্থানকে ভিত্তি ধরে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করা হবে। দ্বিতীয় ধাপে ওই আদেশের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাব রয়েছে। তৃতীয় ধাপে আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা—সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ—হিসেবে কার্যকর করার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
এর আগে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের আইনি কাঠামো, প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের সদস্যরা প্রস্তুত করা খসড়া সুপারিশ উপস্থাপন করলে প্রধান উপদেষ্টা তা মনোযোগসহকারে পর্যালোচনা করেন এবং এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
বৈঠক শেষে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, কমিশনের প্রস্তুত করা পূর্ণাঙ্গ সুপারিশ প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়নের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।”





































