কাপাসিয়ায় ইউনিটির
Advertisements

গাজীপুর কাপাসিয়ায় ব্রাদার্স ইউনিটি কর্তৃক আয়োজিত “বৃত্তি পরীক্ষা–২০২৫” শুক্রবার (২৪ অক্টোবর) কাপাসিয়ায় সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৫০ জনেরও বেশি মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

আয়োজকদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মেধা যাচাইয়ের আগ্রহ আয়োজনটিকে প্রাণবন্ত করে তুলেছে। তারা বলেন, ইউনিটির মূল লক্ষ্য হলো এলাকার প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের শিক্ষার পথে সহায়তা করা।

পরীক্ষা সফল করার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক আবুল হোসেন ফাহাদ, প্রতিষ্ঠাতা সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল হাসনাত জিলান, প্রতিষ্ঠানের সভাপতি এড. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, এবং সাবেক সভাপতি জুবায়ের শুভ।

এছাড়া সার্বিক সহযোগিতা করেন লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান, লোহাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাংকার মোস্তফা কামাল, এবং এলাকার অন্যান্য সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবকরা।

ব্রাদার্স ইউনিটি কর্তৃপক্ষ জানায়, উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হলে খুব শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

Advertisements