তারেক রহমান
Advertisements

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী নভেম্বর মাসের মধ্যেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে তারা আশা করছেন।

শুক্রবার বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছেন। আমরাও আশা করছি, নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সম্প্রতি গৃহীত জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর বিষয়ে বিএনপি একমত নয়। সংশোধন অনুযায়ী, জোটের প্রার্থী হলেও তাকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।
তিনি মনে করেন, “এই সংশোধনী ছোট দলগুলোকে জোটবদ্ধ হতে নিরুৎসাহিত করবে এবং বহুদলীয় রাজনীতির চেতনাকে ক্ষুণ্ণ করবে।”

বিএনপির এই নেতা অভিযোগ করেন, “আরপিও সংশোধনী একতরফাভাবে পাস করা হয়েছে।” তিনি জানান, এ বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে আপত্তিপত্র পাঠাবে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে সংশোধনী পুনর্বিবেচনার আহ্বান জানাবে।

জোট গঠন ও প্রার্থী প্রস্তুতি নিয়ে পরিকল্পনা

বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি—জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি)-র সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রক্ষা করছি, তবে জোট গঠনের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।”

তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই প্রায় ২০০ আসনে বিএনপির একক প্রার্থীদের ‘গ্রিন সিগনাল’ দেওয়া হবে, যাতে তারা দ্রুত নির্বাচনী প্রস্তুতি শুরু করতে পারেন।

Advertisements