য়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৭ রানে অলআউট করে ১৭৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।
মিরপুরে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন সৌম্য সরকার। এছাড়া সাইফ হাসান ৮০, নাজমুল হোসেন শান্ত ৪৪, এবং তৌহিদ হৃদয় ২৮ রান যোগ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩০ ওভার এক বল খেলেই গুটিয়ে যায় ১১৭ রানে। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আকিল হোসেইন।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।
এই ম্যাচে দুর্দান্ত বোলিং করে সিরিজজুড়ে ১২টি উইকেট শিকার করেন রিশাদ হোসেন, যা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের যে কোনো স্পিনারের জন্য সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।
রোস্টন চেজকে রানের খাতা খোলার আগেই আউট করে নিজের দ্বিতীয় শিকার করেন রিশাদ। ওই সময় ওয়েস্ট ইন্ডিজ হারায় তাদের ষষ্ঠ উইকেট।
এর আগে বাংলাদেশের ইনিংসে শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারেই দুইটি চার মেরে দৃঢ় শুরু করেন সাইফ হাসান, আর অপরপ্রান্তে ছিলেন আক্রমণাত্মক সৌম্য সরকার। উদ্বোধনী জুটি গড়ে মাত্র ৪৬ বলে ৫০ রান। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ দশম ওভারে পেসার জাস্টিন গ্রেভসকে বোলিংয়ে আনলেও কোনো সুফল পাননি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৯৬/৮ (৫০ ওভার)
সাইফ ৮০, সৌম্য ৯১, শান্ত ৪৪, হৃদয় ২৮; আকিল হোসেইন ৪/৪১
ওয়েস্ট ইন্ডিজ: ১১৭/১০ (৩০.১ ওভার)
কিং ১৮; নাসুম ৩/১১, রিশাদ ৩/৫৪
ফল: বাংলাদেশ ১৭৯ রানে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার
সিরিজসেরা: রিশাদ হোসেন
সিরিজ ফলাফল: বাংলাদেশ ২–১ এ জয়ী





































