বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) বাদ মাগরিব চিনাডুলি মোড় বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন-অর রশিদ লিটন মাঝি। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা গোলাম মোস্তফা জাহাঙ্গীর, কাপাসিয়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ফুলু, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলু মাস্টার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন এপোলো, আহ্বায়ক সদস্য আশরাফুল ইসলাম মাসুম, যুবদল সভাপতি হিরন মিয়া, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির সবুজ, সাংগঠনিক সম্পাদক আলী কাউসার সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া ও স্বেচ্ছাসেবক দলের নেতা আ. জলিল মাঝি।
এছাড়া ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মামুন-অর রশিদ লিটন মাঝি বলেন, “১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তার শাহাদাতের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে দলটি এগিয়ে যায়। দীর্ঘ ১৬ বছরের দমন-নিপীড়ন সত্ত্বেও বিএনপি আজও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে কাপাসিয়ায় বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এছাড়া ৩ সেপ্টেম্বর কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালিতে অংশ নিতে সবাইকে আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং প্রয়াত নেতা হান্নান শাহসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।





































