আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২ হাজার ৮০০ জন।
রোববার (তারিখ উল্লেখ করুন) রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ। তিনি জানান, শুধু কুনার প্রদেশেই ৮০০ জনের মৃত্যু এবং আড়াই হাজার মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নাঙ্গারহার প্রদেশে আরও ১২ জন নিহত এবং ২৫৫ জন আহত হয়েছেন।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: আল জাজিরা





































