ইসরাইলি আগ্রাসনে গাজার ৫২ হাজার মানুষ উদ্বাস্তু
Advertisements

ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৮৯৫ জনে। বুধবার (২৭ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এক দিনে আরও ২৯৮ জন আহত হয়েছেন। ফলে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা এক লাখ ৫৮ হাজার ৯২৭ জন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে গত এক দিনে দুই শিশুসহ ১০ জন মারা গেছেন। এতে খাদ্য সংকটে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, যার মধ্যে ১১৯ জন শিশু।

মানবিক সহায়তা নিতে গিয়েও নিহত হয়েছেন অন্তত ১৮ জন এবং আহত হয়েছেন ১০৬ জন। শুধু ২৭ মে থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৫৮ জন এবং আহত হয়েছেন ১৫ হাজার ৮৩৪ জনেরও বেশি।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরাইল ফের হামলা শুরু করে। এরপর থেকে নিহত হয়েছেন অন্তত ১১ হাজার ৫০ জন এবং আহত ৪৬ হাজার ৮৮৬ জন। এর আগে ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেয় ইসরাইল, যা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে।

এদিকে, গাজায় সামরিক অভিযানের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

Advertisements