জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন রিজভী
Advertisements

ভারতের উদ্দেশে প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুসলমান ও বাংলা ভাষাভাষী হওয়ার কারণেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে বহু মানুষকে বাংলাদেশে পুশইন করা হচ্ছে। অথচ, শেখ হাসিনাও তো একজন বাঙালি মুসলমান এবং বাংলাদেশের নাগরিক—তাকে পুশইন করা হচ্ছে না কেন?

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “ভারতের বহু প্রদেশে হাজার হাজার বাঙালি মুসলমান বাস করছেন, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে আছেন। শুধু ধর্ম ও ভাষার কারণে তাঁদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ যেসব দুর্বৃত্ত ভারতে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে আনা হচ্ছে না।”

তিনি বলেন, “সরকারের উচিত এসব পুশইনের জবাবে পুশব্যাক করা। আগে তো বাংলাদেশ সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছিল। এখন কেন পারছে না?”

রিজভী অভিযোগ করেন, ভারত বাংলাদেশে তাদের পছন্দের সরকার চায়—সেটি জনগণ পছন্দ করুক না-ই করুক। “এটাই সাম্রাজ্যবাদীদের চরিত্র। তারা যাকে মনোনীত করে, তাকেই ক্ষমতায় দেখতে চায়,” বলেন রিজভী।

তিনি আরও বলেন, “আমরা পুলিশকে বলে এসেছি—যদি বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় বা অপকর্ম করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।”

Advertisements