ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, একই সময়ে আহত হয়েছেন আরও ৪৬৭ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে, আহত হয়েছেন অন্তত এক লাখ ৪৩ হাজার ৯৬৫ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে ৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এ ধরনের হামলায় নিহত ত্রাণ প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২ জনে এবং আহত হয়েছেন ৭ হাজার ৩২০ জন।
উল্লেখযোগ্য যে, আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরাইল। তবে মাত্র দুই মাসের মধ্যেই, ১৮ মার্চ থেকে আবারও ব্যাপক সামরিক অভিযান শুরু করে তারা। এই নতুন দফার অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ হাজার ৫২৭ জন এবং আহত হয়েছেন আরও ৩১ হাজার ৯২৪ জন।
এদিকে, গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দেয় ইসরাইল, ফলে সেখানে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
উল্লেখ্য, গাজায় সংঘটিত এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।





































