জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, “হাতে সময় কম। কিছু বিষয়ে যদি দ্রুত ঐকমত্য না হয়, তাহলে সামনে এগোনো যাবে না। দীর্ঘ আলোচনার সুযোগ নেই, জাতীয় সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”
সোমবার (২১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক আলোচনার সূচনায় এসব কথা বলেন তিনি।
ড. রীয়াজ বলেন, “আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে হবে। কোনো বিষয়ে মতানৈক্য থাকলেও তা স্পষ্টভাবে সনদে উল্লেখ করা হবে। তবে সময়সীমার মধ্যে একটি কাঠামোগত ঐকমত্যে পৌঁছানো জরুরি।”
আজকের আলোচনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা জাতীয় সংকট উত্তরণে একটি সর্বজনগ্রাহ্য রূপরেখা তৈরির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একে অপরকে দোষারোপ না করে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার সারাংশ ও মতপার্থক্যসহ একটি প্রাথমিক খসড়া সনদ আগামী সপ্তাহেই প্রস্তুত করা হবে। এরপর তা আবারো দলগুলোর সঙ্গে ভাগ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে।





































