ইহুদিবাদী ইসরাইলি বর্বরতায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ১০৯
Advertisements

ইসরাইলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অনেকেই ত্রাণ সংগ্রহের সময় হামলার শিকার হন।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ইসরাইলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত।

সংস্থাটির হিসাব অনুযায়ী, জিএইচএফ পরিচালিত ও ঘিরে থাকা ত্রাণকেন্দ্রের আশপাশে ইসরাইলি হামলায় এ পর্যন্ত মোট ৮৩৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

দক্ষিণ গাজার খান ইউনুসে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরাইলি বিমান হামলায় আরও ৯ জন নিহত হয়েছেন।

কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাণিজ্যিক ভবনে বোমা বর্ষণে নিহত হয়েছেন আরও ৪ জন।

উত্তর গাজা ও গাজা শহরে ইসরাইলি বাহিনী হামলা জোরদার করেছে। গাজা শহরের টুফাহ ও শুজাইয়া এলাকায় ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হয়েছে বহু আবাসিক ভবন।

ওয়াফা জানায়, শুধু গাজা শহরেই গত ২৪ ঘণ্টায় ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ডজনখানেক আহত হয়েছেন।

এর আগে গাজা শহরে ফিলিস্তিনি যোদ্ধারা একটি ইসরাইলি ট্যাংকে রকেট হামলা ও পরে ছোট অস্ত্রে গুলি চালায়। এতে তিনজন ইসরাইলি সেনা নিহত হন বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় ৫৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ।

Advertisements