ঢাকায় জামায়াতের ১০ নেতা আটক
Advertisements

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।একইসঙ্গে আদালত জামায়াতের আগের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরাসরি কিছু না বললেও, ইসিকে বিষয়টি নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

এর ফলে হাইকোর্টের দেওয়া আগের রায় বাতিল হয়ে গেছে এবং দীর্ঘদিন পর আবারও জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে আইনি স্বীকৃতি ফিরে পেল।

এই মামলায় জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক।তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন, এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।

২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদনের রায়ে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করেন।
পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন সরকারিভাবে বাতিল করে।

এ রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল করে।চলতি বছরের ১৪ মে এ বিষয়ে আপিল শুনানি শেষ হয়। এরপর ১ জুন রায়ের দিন ধার্য করা হয় এবং আজ রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

Advertisements