ডুমদিয়া-কাঁশেরা ঐক্য সংগঠ
Advertisements

গাজীপুর কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডুমদিয়া ও কাঁশেরা গ্রামের তরুণদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে একটি নতুন সামাজিক সংগঠন ‘ডুমদিয়া-কাঁশেরা ঐক্য সংগঠন’।

গত বৃহস্পতিবার রাতে এক সভায় ৫ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডুমদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন।

সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। এর মূল লক্ষ্য হচ্ছে দুই গ্রামের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা তৈরি এবং মানবিক কার্যক্রম পরিচালনা করা। ‘চলবো মোরা এক সাথে, জয় করবো মানবতাকে’ — এই মানবিক স্লোগানকে সামনে রেখে সংগঠনটির পথচলা শুরু।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম, সহ-সভাপতি হিসেবে রয়েছেন সেলিম মিয়া ও জলিল মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আকরাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আল আমিন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ইমরান হোসাইন আজিত, দফতর ও প্রচার কার্যক্রমে আছেন যথাক্রমে মাসুদ রানা ও রাসেল মিয়া।

শিক্ষা, ক্রীড়া, ধর্ম ও সমাজকল্যাণসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পেয়েছেন আতিক হাসান, জামাল উদ্দিন, নূরে আলম সিদ্দিকী ও সোহাগ মিয়া। পাশাপাশি কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আরও কয়েকজন তরুণ সমাজকর্মী।

সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৬০ জন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে স্থানীয় তরুণদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে সংগঠনটি গঠনের উদ্যোগ নেয়া হয়।

নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান কামাল বলেন, “ইনশাআল্লাহ আমি সততার সঙ্গে সকলকে নিয়ে দায়িত্ব পালন করব।” সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, “আমি পূর্বেও সমাজসেবায় নিজ উদ্যোগে কাজ করেছি, এবার সংগঠনের প্ল্যাটফর্ম থেকে সম্মিলিতভাবে মানবতার পাশে দাঁড়াতে চাই।”

উল্লেখ্য, সংগঠনের গঠনে নেতৃত্বদানকারী আহ্বায়ক ছিলেন তাজ উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল সিদ্দিকী (তাপস)। তাঁদের নেতৃত্বেই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।

Advertisements