Awami League
Advertisements

বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সিইসির পাশাপাশি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, “রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে। অধ্যাদেশ অনুসারে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার।”

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকেই দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ে। অনেকে গ্রেপ্তার হন, কেউ কেউ দেশত্যাগ করেন এবং অনেক নেতা আত্মগোপনে রয়েছেন।

Advertisements