
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও, সেটি আপাতত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। এতে জানানো হয়, “অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির কারণে” সফরটি নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে নতুন করে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
এ বিষয়ে হাই কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, “দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুকূল সময়ে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।”