
ইসরাইলি বাহিনীর টানা আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি দক্ষিণ লেবাননে পৃথক হামলায় নিহত হয়েছেন আরও ২ জন। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী গাজার বিভিন্ন স্থানে দিনভর বিমান হামলা চালায়। এমনকি আল-মাওয়াসিরের তথাকথিত ‘নিরাপদ অঞ্চলেও’ হামলা হয়েছে।
অন্যদিকে, রোববার ইসরাইল দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালায়, এতে আরও দুইজনের মৃত্যু হয়।
এদিকে, বার্তাসংস্থা আনাদোলু এক পৃথক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২০১ জনে।
দীর্ঘ ১৫ মাসের ভয়াবহ সামরিক অভিযান শেষে চলতি বছরের ১৯ জানুয়ারি, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। দুই মাস কিছুটা শান্তি বজায় থাকলেও, হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের বোমা বর্ষণ শুরু করে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এ পর্যন্ত ১,৭৮৩ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৪,৭০০ জন আহত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই আগ্রাসন শুধু যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনই নয়, বরং তা একেবারে নতুন করে সংঘাতকে জটিল ও ভয়াবহ করে তুলেছে।