
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই ঈদে না হলেও আগামী ঈদে রোহিঙ্গারা তাদের নিজ দেশে উৎসব উদযাপন করতে পারবেন। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা লাঘবে জাতিসংঘ মহাসচিব নিজে এসেছেন, যা সমস্যার গুরুত্বকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “প্রত্যেকেই চায় ঈদের নামাজ শেষে প্রিয়জনদের কবর জিয়ারত করতে। কিন্তু রোহিঙ্গারা সে সুযোগ পাচ্ছেন না। আমরা আশা করি, শিগগিরই তারা নিজ ভূমিতে ফিরতে পারবেন।”
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আয়োজিত এক ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধানসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।