Hasina-Rehana fled the country
Advertisements

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা শিগগিরই প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের এক নেতা রাব্বী আলম। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর বরাতে টাইমস অব ইন্ডিয়া এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে রাব্বী আলমকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা ফিরে আসছেন। বাংলাদেশের তরুণ প্রজন্ম ভুল করেছে, তবে এটি তাদের দোষ নয়, বরং তাদের ভুল পথে পরিচালিত করা হয়েছে।”

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ‘সন্ত্রাসীদের অভ্যুত্থান’ আখ্যা দিয়ে রাব্বী আলম মন্তব্য করেন, “বাংলাদেশ আক্রান্ত হয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ জরুরি। রাজনৈতিক অভ্যুত্থান গ্রহণযোগ্য, কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা সন্ত্রাসীদের ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “আমাদের অধিকাংশ নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এজন্য আমরা ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ। শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, ৫ আগস্টের অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার অনুপস্থিতিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ড. ইউনূস ইতোমধ্যেই ভারত সরকারকে অনুরোধ করেছেন যাতে হাসিনাকে দেশে ফেরত পাঠানো হয়। তবে, ভারত এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ব্যবহার করে শত শত মানুষকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার।

ড. ইউনূসকে পদত্যাগের আহ্বান জানিয়ে রাব্বী আলম বলেন, “আমরা বাংলাদেশের উপদেষ্টাকে বলব, পদত্যাগ করুন এবং যেখানে ছিলেন সেখানে ফিরে যান। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে আসবেন। তরুণ প্রজন্ম ভুল করেছে, তবে এটি তাদের দোষ নয়, তারা বিভ্রান্ত হয়েছে।”

Advertisements