মিয়া গোলাম
Advertisements

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গাজীপুরের অনেক মিল-কারখানার মালিক ব্যবসা চালাতে পারছেন না। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এখন মাঠে নেই। তাদের ৩০০ এমপি-মন্ত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন ভয় কিসের? গাজীপুরের ডিসি, এসপি এবং জিএমপি কমিশনারের প্রতি আমি অনুরোধ করছি, অর্থনীতির চাকা থামিয়ে দিতে চাওয়া চাঁদাবাজ-মাস্তানদের গ্রেফতার করুন। যদি তাদের ধরতে না পারেন, তবে জনগণ আপনাদের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলবে।”

তিনি আরও বলেন, “দেশ গড়ার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন চক্রান্তও শুরু হয়েছে। বিপ্লবের পর প্রতি-বিপ্লব, জুডিশিয়াল ক্যু, সচিবালয়ে আগুন, ধর্মঘট, এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চলছে। এ পরিস্থিতি বোঝাতে চাওয়া হয় যে, আওয়ামী লীগ না থাকলে হিন্দু সম্প্রদায় শান্তিতে থাকতে পারবে না। তবে অন্তর্বর্তী সরকার ভারতের চক্রান্ত নস্যাৎ করেছে।”

পরওয়ার বলেন, “সংবিধান হলো জনআকাঙ্ক্ষার লিখিত রূপ। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর কেয়ারটেকার সরকারের ধারণা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। তবে এখন যারা সংস্কার ছাড়া নির্বাচন চান, তারা সংবিধানের দোহাই দিচ্ছেন। আমি তাদের প্রশ্ন করি, ড. ইউনূস কোন আইনে এসেছিলেন? উপদেষ্টা পরিষদ কোন আইনে গঠিত হয়েছিল?”

তিনি আরও বলেন, “যতটুকু সংস্কার প্রয়োজন, তা করে নির্বাচনে যাওয়া উচিত। যারা সংস্কার ছাড়া নির্বাচন চান, তারা শুধু বিতর্ক তৈরি করছেন।”

জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফরুকী এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী।

Advertisements