A terrible fire broke out in a button factory in Sreepur
Advertisements

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামে বোতাম তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহতের মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত এম অ্যান্ড ইউ ট্রিমস্ কারখানার কেমিক্যাল গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হওয়ার পরপরই কেমিক্যাল ড্রাম বিস্ফোরিত হয়, যা মুহূর্তেই আগুনকে ভয়াবহ আকারে রূপ দেয়। আতঙ্কিত কর্মীরা ছোটাছুটি শুরু করেন। স্থানীয় বাসিন্দারা এবং কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। জয়দেবপুর স্টেশন থেকে তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন স্টেশন থেকে দুটি এবং শ্রীপুর স্টেশন থেকে আরও দুটি ইউনিট কাজ শুরু করে।

দুই ঘণ্টা ৩০ মিনিটের প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ চলতে থাকে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে একজনের পুড়ে অঙ্গার হয়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছেন, কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের ফলেই এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং কারখানার ব্যাপক ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

Advertisements