ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার জিনজিরা এলাকায় রূপালী ব্যাংকের একটি শাখায় অভিনব ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। কিডনি রোগীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ এবং বিলাসী আইফোন কেনার আশায় তিন কিশোর এই চাঞ্চল্যকর পদক্ষেপ নেয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিন কিশোর ব্যাংকটিতে ঢুকে পড়ে। তাদের হাতে ছিল খেলনা পিস্তল এবং দেশীয় অস্ত্র। স্থানীয়রা মসজিদের মাইকে খবর পেয়ে ব্যাংকটি ঘেরাও করে ফটকে তালা লাগিয়ে দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, র্যাব, এবং সেনাবাহিনীর সদস্যরা। কয়েক ঘণ্টার অভিযানের পর ডাকাতরা আত্মসমর্পণ করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটককৃতরা হলো মো. লিয়ন মোল্লা নিরব (২২), মো. আরাফাত (১৬), এবং সিফাত (১৬)। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা, চারটি খেলনা পিস্তল এবং দুটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে, কিডনি রোগীর চিকিৎসার জন্য তাদের প্রয়োজন ছিল ১৫ লাখ টাকা। বাকি তিন লাখ টাকা দিয়ে তারা আইফোন কেনার পরিকল্পনা করেছিল।
তিনি আরও বলেন, “তারা ভিডিও গেম এবং অ্যাডভেঞ্চার মুভি দেখে এ কাজ করতে উৎসাহিত হয়। ডাকাতির প্রচেষ্টা ছিল পরিকল্পনাহীন এবং অনভিজ্ঞতার প্রকাশ।”
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কিশোরদের এই আচরণে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের ভাষ্যমতে, তিন কিশোর স্থানীয় বাসিন্দা এবং তাদের মধ্যে নিরবের নিজ জেলা গোপালগঞ্জ।
ঘটনার পর থেকে ব্যাংক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সমাজে অপরাধপ্রবণতা রোধে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।