Myanmar gunfire sounds at Teknaf border
Advertisements

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে আবারো গোলাগুলির শব্দ শোনা গেছে। সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারের মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।

তিনি জানান, মিয়ানমার থেকে ফের গোলাগুলি-বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারেও কয়েকবার কেঁপে উঠছে। অনেক বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন।

সাবরাং নয়াপাড়ার বাসিন্দা সাজ্জাদ ববলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারী অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভুত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে।

সাইফুল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, এরকম শব্দ এর আগে শুনেনি। মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি ভেঙে পড়বে।

Advertisements