Pezeshkian
Advertisements

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একজন সুন্নি রাজনীতিবিদকে তার অন্যতম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল করিম হোসেইনজাদে’কে ইরানের পল্লী উন্নয়ন বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন।

শনিবার এক ডিক্রিতে পেজেশকিয়ান ইরানের গ্রাম ও দূরবর্তী অঞ্চলগুলোতে বসবাসরত জনগণের জীবন মান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্য হোসেইনজাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ কাজে নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট যেন সংবিধান ও ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দিক-নির্দেশনা অনুসরণ করেন।

আব্দুল করিম হোসেইনজাদে এতদিন ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের ‘নাকাদে ও ওশনাভিয়ে’ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এখন তাকে সংসদ সদস্যের পদে ইস্তফা দিতে হবে।

ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত প্রত্যেক মন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টকে পার্লামেন্টের অনুমোদন পেতে হয়। হোসেইনজাদে’কে নিয়োগের ব্যাপারে গত ৩০ অক্টোবর ইরানের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই সুন্নি রাজনীতিক ১৫৬ সংসদ সদস্যের অনুমোদন লাভ করেন। ৬৯ এমপি তার বিপক্ষে ভোট দেন এবং পাঁচ সংসদ সদস্য ভোটাভুটিতে অংশ নেননি।

Advertisements