Occupiers' airstrikes
Advertisements

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় দক্ষিণ গাজা উপত্যকায় একটি সুড়ঙ্গের ভেতরে ছয় ইসরাইলি বন্দী নিহত হয়েছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশক আজ (রোববার) এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, “যারা প্রতিদিন আমাদের মানুষকে হত্যা করে তারা আমেরিকান অস্ত্রসজ্জিত ইসরাইলি উপনিবেশকারী। গাজায় পাওয়া বন্দিরা আমাদের হামলায় নয় বরং অবিরাম ইহুদিবাদী বোমাবর্ষণে নিহত হয়েছে।”

আল-রিশক আমেরিকার সমালোচনা করে বলেন, “প্রেসিডেন্ট জো বাইডেন যদি সত্যিই ইসরাইলি বন্দিদের জীবন নিয়ে চিন্তা করেন, তাহলে তার উচিত অর্থ ও অস্ত্র দিয়ে ইসরাইলের প্রতি সমর্থন বন্ধ করা এবং অবিলম্বে গাজা আগ্রাসন বন্ধ করার জন্য ইসরাইলকে চাপ দেয়া।”

হামাস নেতার এই বিবৃতির আগে আজই ইসরাইলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি অভিযোগ করেন, হামাস ছয় বন্দিকে হত্যা করেছে, যাদের মৃতদেহ দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি সুড়ঙ্গের মধ্যে পাওয়া গেছে।

Advertisements