ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খালেদ মাশালকে হত্যা করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ।
মিশরের বার্তা সংস্থা মিসরি আশ-শারুক খবর জানিয়ে বলেছে, ইসরাইল জুড়ে আত্মঘাতী অভিযান শুরু হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব সরকার। এমনকি ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ খালেদ মাশালকে পর্যন্ত হত্যা করার হুমকি দিয়েছেন।
তিনি বলেছেন, খালেদ মাশালকে হত্যা করার যে ইচ্ছা তেল আবিবের রয়েছে তা বাস্তবায়ন করবে ইসরাইল সরকার। মাশাল ও হামাসে তার সহকর্মীদের শিগগিরই হত্যা করবে তেল আবিব।
এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে ১৯৯৭ সালে ইসরাইলি হত্যাপ্রচেষ্টা থেকে বিস্ময়করভাবে প্রাণে রক্ষা পান খালেদ মাশাল। এ সম্পর্কে কাতজ বলেন, এবারের অভিযান হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের যার ফলে তা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না।