Hotline for minorities to be launched Sunday
Advertisements

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় আগামীকাল রোববার থেকে হটলাইন চালু করতে যাচ্ছে সরকার।

এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ও পরামর্শের প্রেক্ষিতে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, কোথাও যদি সংখ্যালঘুদের ওপর কোনো হামলা বা সহিংসতার ঘটনা ঘটে হটলাইনে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা।

ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘর, উপাসনালয়ে হামলার খবর আসছে’ মন্তব্য করে তিনি বলেন, সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে।’

‘এর সাথে গুজবও যুক্ত হয়েছে,’ যোগ করেন তিনি।

উপদেষ্টা বলেন, যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে চায় সরকার।

সূত্র : বিবিসি

Advertisements