ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি খুব শিগগিরই আঞ্চলিক কয়েকটি দেশ সফরে বের হচ্ছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে সে বিষয়টি সামনে রেখেই মূলত তিনি এই সফর করবেন।
আজ বুধবার (২৯ মে) তেহরানে মন্ত্রিসভার অধিবেশনের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে কখন এবং কোন কোন দেশ তিনি সফর করবেন তা বলেননি।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তেহরান সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে আলী বাকেরী কানি বলেন, “দুই পক্ষ থেকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনো সফরের বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি।”
তিনি বলেন, দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থার তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড এগিয়ে চলেছে, ইরান-বিরোধী নিষেধাজ্ঞাগুলো অপসারণের বিষয়ে আলোচনাও চলছে।





































