বাংলাদেশ বিদেশিদের বন্ধুত্ব চায়, তবে কেউ প্রভুত্ব করতে চাইলে তা মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন,বাংলাদেশ কারো সাথে বৈরিতা চায় না। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সবশেষ সফরেও তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। তারা শেষ কথা যা বলেছে,তাতে বিএনপির আশাবাদী হওয়ার কিছু নেই।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নয়, ডামি নির্বাচন করে আওয়ামী লীগকেই তার খেসারত দিতে হবে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী আরও বলেন পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে, পরিকল্পিত ভাবে ৫৭ জন চৌকস সেনাকর্মকর্তাকে হত্যা করেছে আওয়ামীলীগ সরকার, যার ১৫ বছরেও বিচার হয়নি। অথচ সরকার সেই হত্যাকান্ডের দায় চাপাচ্ছে বিএনপির ওপর।রিজভী বলেন,বিডিআরের সাবেক ডিজির বক্তব্যে পিলখানা হত্যাকান্ডের আসল ঘটনা বের হয়ে এসেছে।