দখলদার ইসরাইলি বাহিনী রাফাহ শহরে ব্যাপক আকারে বোমাবর্ষণ করেছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহরে বর্বর আগ্রাসন চালানোর নির্দেশ দেয়ার পর এই বোমা হামলা হলো।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে রাফাহ শহরে ভয়াবহ বিমান হামলা চালানো হয়। আশঙ্কা করা হচ্ছে- সেখানে খুব শিগগিরই দখলদার বাহিনী স্থল অভিযান শুরু করবে।
ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের মুখে উত্তর গাজা থেকে লাখ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন। সেই ঘনবসতিপূর্ণ শহরে ইহুদিবাদী বাহিনী বর্বর বোমা হামলা চালালো। সেখানে আশ্রয় নেয়া মুহাম্মাদ আল-জাররা নামে এক ফিলিস্তিনি দুঃখ করে বলেন, “উত্তর গাজা ছেড়ে রাফায় আশ্রয় নেয়ার পর এখন আমরা কোথায় যাব তা জানি না।”
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাফাহ শহরে ইহুদিবাদী বাহিনীর বিমান হামলায় অন্তত ১১ জন শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন।
এছাড়া, গতকাল সকালের দিকে ইহুদিবাদী বাহিনীর বিমান হামলায় রাফাহ শহরের আল-জিনিনা এলাকায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হন।
উত্তর গাজা থেকে রাফাহ শহরে অন্তত ১৩ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। এই মারাত্মক ঘনবসতিপূর্ণ শহরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসনের ব্যাপারে নেতানিয়াহু যে পরিকল্পনা নিয়েছেন তার বিরুদ্ধে এরইমধ্যে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। কিন্তু নেতানিয়াহু কোনো নিন্দাকেই আমলে নিচ্ছে না।