ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন, গণহত্যা এবং নারকীয় তাণ্ডবে বেসামরিক নাগরিক শহীদের সংখ্যা ২০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
এর পাশাপাশি ৫৫ হাজার মানুষ আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজন এবং অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। এছাড়া এখনো কয়েক হাজার মানুষ গণনার বাইরে রয়েছে। ইসরাইলি বর্বরতায় এ পর্যন্ত অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে গাজার শতকরা ৯০ ভাগ মানুষ।
গত ৭ অক্টোবর গাজার ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ভিতরে আল-আকসা তুফান অভিযান চালায়। এরপর দখলদার ইসরাইল অত্যন্ত বেপরোয়াভাবে গাজা উপত্যকায় নিষ্ঠুর হত্যাকাণ্ড চালাচ্ছে। এছাড়া আড়াই মাসের বেশি সময় ধরে ইহুদিবাদীরা গাজার হাজার হাজার আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, মসজিদ ও গির্জায় লাগাতার বোমা হামলা চালিয়েছে।