উপজেলা পরিষদ কার্যালয়ে চুরি
Advertisements

গাজীপুরে জানালার গ্রিল ও তালা ভেঙে উপজেলা পরিষদ কার্যালয়ের দুটি দপ্তরে চুরি হয়েছে। পুরো উপজেলা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকার পরও সরকারি অফিসে চুরি হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

রাত ৩টা দশ মিনিট। গ্রিল কেটে অফিসে ঢুকে এক যুবক। চল্লিশ মিনিট ধরে খোঁজাখুঁজির পর টাকা নিয়ে বেরিয়ে যায় আমার বাড়ি-আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক অফিস থেকে। একইরাতে পাশের সমাজসেবা অফিসেও হানা দেয় তারা। তালা ভেঙে স্টিলের আলমারি থেকে স্ক্যানারসহ নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রশাসনিক অঞ্চলে এমন চুরির পরের দিন সোমবার অজ্ঞাতদের আসামি করে মামলা করেন সমাজসেবা অফিসার হাবিবুর রহমান।

উপজেলা চত্বর সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত থাকার পরও অফিসে চুরি হওয়ায় হতবাক কর্মকর্তা কর্মচারীরা।

কর্মকর্তা-কর্মচারী জানান, অফিসের কিছু টাকা নিয়ে গেছে। সেই সঙ্গে অফিসের জিনিসপত্র নষ্ট করেছেন।

নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্বয়ং উপজেলা চেয়ারম্যানের দাবি-সারা দেশের উপজেলা পরিষদগুলো আরও সুরক্ষার মধ্যে নিয়ে আসার।

গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন বলেন, সারাদেশে উপজেলা পরিষদগুলোকে আরও নিরাপত্তা দেয়া দরকার। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সিসি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী।

তিনি বলেন, এ ঘটনায় দুইটি চুরির মামলা করা হয়েছে। এরই মধ্যে দুইটি তদন্ত শুরু হয়েছে।

গাজীপুর নগরীতে সদর উপজেলা পরিষদে ১৭টি সরকারি দপ্তরে মাত্র চারজন নিরাপত্তা প্রহরী রয়েছেন।

Advertisements