ফেসবুকে লেখালেখি ও ভিডিও প্রকাশের ঘটনায় অনেক অনেক মানুষের যেমন উপকার হচ্ছে, ক্ষতির দিকটাও কোনও অংশে কম নয়। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে পরস্পরের শত্রুকা প্রকাশ, উস্কানিমূলক কথাবার্তার ছড়াছড়ি, মারধর এমনকি দাঙ্গা হাঙ্গামাও হয়ে থাকে। এক নারীকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গাজীপুরের কাপাসিয়ায় দুই পক্ষের মারামারিতে তিনজন নিহত হয়েছে।
রোববার (১৩ মার্চ ২০২২)সকালে উপজেলার সন্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিণগাঁও এলাকার আলম হোসেনের সন্তান নাঈম (১৮) একই এলাকার আলম মিয়ার সন্তান ফারুক (২৬) ও হিরণ মিয়ার সন্তান রবিন (১৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একজন নারীকে কেন্দ্র করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। স্ট্যাটাসকে কেন্দ্র করে দুটি পক্ষ তৈরি হয় এবং এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম বলেন, মনোহরদী হাসপাতালে নেয়ার পর নাঈম ও ফারুক মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রবিন। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।





































