শ্রীপুরে নিখোঁজের ৬ দিন পর শালবনে লাশ মিলল অটোচালক শামীমের
Advertisements

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৬ দিন পর মো. শামীম হোসেন (৩০) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মাওনা ইউনিয়নের গজারি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ সময় মুখে স্কচটেপ লাগানো ছিল এবং হাত-পা রশিতে বাঁধা ছিল।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত শামীম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের ছামান মিয়ার ছেলে। শামীমের পরিবারে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে আছে। সে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন।

শামীমের বড় ভাই আমিনুল ইসলাম জানান, গত সোমবার (২০ ডিসেম্বর) সকালে শামীম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসলে তাকে খোঁজাখুঁজি করা হয়। কোনো সন্ধান না পাওয়ায় নিখোঁজের পরদিন শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মল্লিক বলেন, নিহতের হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো ছিল। মরদেহে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisements