গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪৬ জন। হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১০৪ জনই ঢাকার, বাকি ৪২ জন দেশের বিভিন্ন জেলার।
সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
সেখানে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৭৬২ জন। তার মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬১১ জন। তাছাড়া বিভিন্ন জেলায় ভর্তি রয়েছেন ১৫১ জন্।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৫৫ জন, ছাড় পেয়েছেন ২২ হাজার ৮০২ জন।
১ জানুয়ারি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৯১ জন।