গাজীপুরের কাপাসিয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে মাধ্যমিক পর্যায়ের ২৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেন।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দিতে তাদের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
পরবর্তিতে কাপাসিয়ার সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষ/সুপারকে পত্রের নিদের্শনা অনুযায়ী সংযুক্ত ছকটি এক্সেল সীটে ২৩ অক্টোবরের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসে সফট কপি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলেও অদ্যাবধি ২৯ টি প্রতিষ্ঠানের তথ্য প্রদান করেনি। এরই পরিপ্রেক্ষিতেই তাদের জবাব দেওয়ার জন্য যথাযথভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।