২০৯ রানে হেরে সিরিজ খোয়ালো টাইগাররা
Advertisements

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে দাঁড়াতেই পারেনি টাগাররা। প্রায় পৌনে দুই ঘণ্টার মধ্যেই ম্যাচের দ্বিতীয় ইনিংস গুটিয়ে নেয় মুমিনুলরা। ফলাফল- ২০৯ রানের বড় ব্যবধানে হার।

এদিন অবশ্য কিছুটা আশা ছিল লিটন দাসকে নিয়ে। কিন্তু তিনি দিনের তৃতীয় ওভারেই এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। তার আগে করেন ৪৬ বল খেলে করেন ১৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ মুশফিকুর রহিমের। তিনি ৪০ রান করেন ৬৩ বলে। দ্বিতীয় সর্বোচ্চ মেহেদী হাসান মিরাজের। তিনি ৮৬ বল খেলে ৩৯ রান করে শেষ দিনে কিছুটা লড়াই করেন। কিন্তু অন্য প্রান্ত থেকে সহযোগিতা না পাওয়ায় পারেননি দলকে এগিয়ে নিতে।

এ ছাড়া সাইফ ৩৪, মুমিনুল ৩২, শান্ত ২৬ ও তামিম ২৪ রান করে সাজঘরে ফিরেন।

অবশ্য টেস্ট ইতিহাসে ৪৩৭ বা তার চেয়ে বেশি রানের লক্ষ্য কখনোই স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। তাই পাল্লেকেলেতে এই লক্ষ্য টপকাতে পারলে রেকর্ড গড়তো বাংলাদেশ।

Advertisements