গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব চিনাডুলি মোড় বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিরন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর একেএম মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান সোহাগ মাস্টার, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন-অর রশিদ লিটন, যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন এপোলো, সদস্য সচিব জাহিদুল হাসান সাকিব, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিক আহসান সাগর, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক হাসান, আহবায়ক সদস্য আশরাফুল ইসলাম মাসুম এবং সাবেক ছাত্রদল সভাপতি আলমগীর। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও অংশ নেন।
প্রধান অতিথি প্রফেসর একেএম মাজহারুল ইসলাম বলেন, “ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ বাংলাদেশে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার এক অগ্নিপুরুষ।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে কাপাসিয়ায় দুর্নীতি দমন করতে বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের শেষে ব্রিগেডিয়ার হান্নান শাহ’র আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং নেতাকর্মীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।




































