নাহিদ ইসলাম
Advertisements

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। এনসিপি এর তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

বুধবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই যেখানে আর রক্ত দিতে না হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল, ২০২৪ সালে তার বাস্তবায়ন চাই। কিন্তু কিছু গোষ্ঠী এটিকে পরস্পরবিরোধী হিসেবে তুলে ধরছে, যা সত্য নয় এবং তাদের উদ্দেশ্য অসৎ।”

তিনি অভিযোগ করেন, “সংস্কার ও বিচারবিহীন নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পুরানো সংবিধান পুনরায় বহাল করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে ফ্যাসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “৭১-এর স্বাধীনতা ও ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। যদি সংস্কার ও ন্যায্য বিচার নিশ্চিত না করে কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়, তবে জনগণ তা মেনে নেবে না। এনসিপি জনগণের স্বার্থ রক্ষায় শক্ত অবস্থান নেবে।”

Advertisements