গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ রোববার নমুনা পরীক্ষার ফল পেয়ে এ বিষয়ে নিশ্চিত হন তিনি। এরপর থেকেই তিনি বাসায় আইসোলেশনে আছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কিছুদিন ধরে তিনি জ্বর, গলাব্যথায় ভুগছিলেন। সন্দেহ হলে সম্প্রতি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দেন। পরে রোববার তাঁর করোনা পজিটিভ প্রতিবেদন আসে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈনুল আতিক জানান, গত বৃহস্পতিবার নমুনা দেন ইউএনও তাসলিমা মোস্তারি। পরে তিনি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এই কর্মকর্তা। তিনি আরও জানান, ইউএনও কার্যালয়ের আরও তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে তাঁদেরও আইসোলেশনে থাকতে হবে।