বিভিন্ন ধরনের জটিলতা নিরসনের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় স্বাধীন বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ব্যবসায়ীদেরকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মে) বেলা ১১ টায় থ্রী আর সুপার কমপ্লেক্স’র সমিতির কার্যালয়ে তাদেরকে পরিচয়পত্র দেওযা হয়েছে।
স্বাধীন বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রধান দায়িত্বশীল মনির হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন শেখ এর সঞ্চালনায়, মনির হোসেনের বক্তব্যে তিনি বলেন, আমাদের এই সমিতি ২০১৫ সালে গঠন করি। বর্তমান মাননীয় সাংসদের নির্দেশে জেলা সমাবায় অফিসে সমিতির নিবন্ধনে আবেদন করিলে (৯ জুলাই ২০১৯) তারিখে নিবন্ধন পাই আমরা। যার নম্বর নম্বর ১৮৭।
তিনি আরও বলেন, আমাদের এই সমিতির সকল সদস্যরা যেন কোনও ধরনের জটিলতায় না ভোগেন সেজন্য আইডি কার্ড দেওয়ার মধ্য দিয়ে তারা যে ব্যবসায়ী, সে পরিচয় নিশ্চিত করা হলো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি খসরু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ও সমিতির সকল সদস্য বৃদ্ধ।