মাদ্রাসা থেকে ফেরার পথে গাজীপুর শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ আব্দুল্লাহ (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে ।
নিহত আব্দুল্লাহ (১৮) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার বানিয়ারচালা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের বন্দে আলী মুন্সি বাড়ি আহলে সুফ্ফা মাদ্রাসায় কিতাব খানায় মিজান জামাতের ছাত্র ছিলেন।
নিহতের চাচা নজরুল ইসলাম জানান, বুধবার সকালের দিকে বাবার মোটরসাইকেল যোগে নিজ মাদ্রাসায় বেতন দিতে বাড়ি থেকে বের হন আব্দুল্লাহ। বেতনের টাকা জমা দিয়ে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়ে মাস্টার বাড়ি নামক স্থানে মহাসড়কের রোড ডিভাইডারে মোটরসাইকেল নিয়ে পড়ে যান তিনি। এসময় ঢাকা গামী দ্রুত গতির অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়৷ এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। এ ঘটনায় গাড়িটি আটক করা সম্ভব হয়নি।