শ্রীপুরে মাদরাসা সুপারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
Advertisements

গাজীপুরের শ্রীপুর উপজেলার পটকা দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে অবৈধ ভাবে গোপনে কমিটি গঠনের মাধ্যমে অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বের্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মাদরাসা সুপার মো.রফিকুল ইসলাম ১জানুয়ারি ১৯৮৬ সালে মাদরাসায় জুনিয়র মৌলভী পদে চাকুরী লাভ করেন। চাকুরী রত অবস্থায় ১৯৮৭ সালে ফাজিল পরবর্তিতে কামিল ডিগ্রি লাভ করেন।

জুনিয়র মৌলভী পদে চাকুরী নিয়ে পদোন্নতির মাধ্যমে সহকারী মৌলভী ,সহসুপার হন। এখন সুপারের দায়ীত্ব পালন করছেন। এরই মধ্যে জড়িয়ে পরেন নানা অনিয়ম দূর্নীতির সাথে। মাদরাসার ১১জন শিক্ষক কর্মচারীর এমপিও ভূক্তি আটকে যায় সুপারের কারসাজির কারণে।

চলতি ২ ফেব্রুয়ারী তারিখে মাদরাসার ম্যানেজিং কমিটির মেয়াদ উতীর্ণ হবার কথা রয়েছে। বিধি মোতাবেক ৯০দিন পূর্বে কমিটি গঠন কল্পে ভোটার তালিকা প্রনয়ন সহ অন্যান্য কার্যক্রম গ্রহনের বিধান রয়েছে।

এলাকার ছাত্র অভিভাবক গনের অভিযোগ, সুপার একক ভাবে সম্পুর্ণ গোপনে জাল জালিয়াতীর মাধ্যমে মাদরাসার কমিটি গঠন করেন। এবিষয়ে স্থানীয়রা মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

মাদরাসার সুপার মো, রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোন অনিয়ম দূর্নীতির সাথে জড়িত নন। বিধি মোতাবেক সকল প্রকৃয়া মেনে কমিটি গঠন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমীন বলেন, কমিটি ঘঠনের বিষয়ে কোন অনিয়ম হয়নি। পুরো প্রকৃয়া মেন কমিটি গঠিত হয়েছে।

Advertisements