শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে মারা গেলেন এক কৃষক
Advertisements

গাজীপুর শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহাদ মিয়া (১৯) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফাহাদ শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১ জুন) সকালে স্থানীয় আফির উদ্দিনের বাড়িতে ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, পৌরসভার বহেরারচালা এলাকার স্থানীয় আফির উদ্দিনের বাড়িতে একটি অটোরিকশা বৈদ্যুতিক চার্জে বসানো ছিল। এ সময় চার্জের কাজে ব্যবহৃত বিদ্যুতের একটি তার অটোরিকশায় লেগে অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে যায়। পরে সকালে ফাহাদ হয়তো অটোরিকশাটিতে হাত দিয়ে ধরলে অথবা শরীরের কোনো অংশে লেগে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি জানিয়েছেন, এ সময় ফাহাদকে অটোরিকশার কাছে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাহাদের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ফাহাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisements