Selling farmer's cattle
Advertisements

গাজীপুরের শ্রীপুরে বাড়িঘর পুড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কৃষকের গরু বিক্রি করে অ’বৈধ জরিমানা আদায় করেছেন বিএনপি নেতা ও শ্রমিকদল নেতা। তারা হলেন, কাওরাইদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবলু সরকার, শ্রমিকদল নেতা কামরুল ইসলাম, ইব্রাহিমসহ বেশ কয়েকজন।

শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে সরেজমিনে জানা যায়, গত রোববারে গলদাপাড়া গ্রামের জাহামদ আলী ফকিরের এতিম নাতির একটি গরু বিএনপিনেতা বাবলু ও শ্রমিকদল নেতা কামরুল ইসলামের নেতৃত্বে জো”রপূর্বক নিয়ে যায়। এর আগে বাড়িঘর পুড়িয়ে দেয়ার হু’মকি ও ভ’য় দেখিয়ে এবং জাহামদকে মেরে ফেলার হুমকি দেয় তারা। পরে ভয়ে গরু সেচ্ছায় তুলে দিতে বাধ্য হন ওই দম্পতি।

জাহামদ আলী ও তার স্ত্রী জানান, স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে ইব্রাহিমসহ বিএনপির বেশ কয়েকজন এ সময় গরুটি নিয়ে বিক্রি করে দেয়। অতঃপর আমাদেরকে গরু বিক্রির টাকা থেতে মাত্র ৬ হাজার টাকা দিয়ে তারা চলে যান। এ ঘটনার কারন সম্পর্কে তারা বলেন, ছেলে-মেয়ে আটক সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে আমাকে জরিমানা দেয়ার কথা বলেছিল। ছেলেটি ছিল আমার পুত্রবধূর ছোটভাই, সেখানে তারা ১০ হাজার টাকা জরিমানা ধরেন। পরবর্তীতে তারা সে জরিমানা ধরেন ৫০ হাজার টাকা। পরে তারা জোরপূর্বক গরু বিক্রি করে জরিমানার টাকা আদায় করে। আমরা জ’ড়িতদের বিচার চাই, আমাদের গরু ফেরত চাই।

এসব বিষয়ে কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক মণ্ডল বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বিএনপির সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisements