প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
Advertisements

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় আজ সোমবার ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ রায় দেবেন।

দুদক গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করে। এর আগে দুদকের দায়ের করা আরও তিনটি মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেন আদালত।

মামলায় একমাত্র রাজউক কর্মচারী খুরশীদ আলম বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি ১৬ আসামি দীর্ঘদিন ধরে পলাতক।

দুদক সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম করে শেখ রেহানা ১০ কাঠা প্লট নেন—এ অভিযোগে ১৩ জানুয়ারি মামলা করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেন। পরবর্তী সময়ে গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দেন।

রায়কে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Advertisements